আল্লাহ সর্ব শ্রেষ্ঠ
আল্লাহ
সর্ব শ্রেষ্ঠ
ত্রূটিহীন গৌরবময় পবিত্র তুমি, এবং হে আল্লাহ সকল প্রশংসা তো তোমারই আর কতইনা বরকত্ময় তোমার নাম আর কতইনা উঁচু তোমার মহিমা আর তুমি ছাড়া তো আর অন্য কোন উপাস্যও নেই
তুমি ত্রূটিহীন গৌরবময় পবিত্র
হে আল্লাহ
এবং
সকল প্রশংশা তোমারই
আর বরকতময় হল
তোমার নাম
আর অনেক উঁচু
তোমার মহিমা
আর নেই কোন
খোদা
তুমি ছাড়া
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় ও পবিত্র আমার রব যিনি সর্ব শক্তিমান
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময়
আমার রব
যিনি সর্ব শক্তিমান
আল্লাহ শুনেন তাদের কথা যারা তাঁর প্রশংশা করেন; হে আমাদের প্রভু সকল প্রশংশা তোমার জন্য
শুনেন
আল্লাহ
তাদের কথা যারা
উনার প্রশংশা করে
হে আমাদের প্রভু
তোমার জন্য
সকল প্রশংশা
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র আমার রব যিনি সব চেয়ে উঁচু
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময়
আমার রব
যিনি সব চেয়ে মরজাদাবান
হে আমাদের প্রভু আমাকে মাফ করে দাও আর আমাকে দয়া কর আর আমায় সাহায্য কর আর আমায় পথ দেখাও আর আমার খাদ্যের বেবস্থা কর
হে আমাদের প্রভু
আমাকে মাফ করে দাও
আর আমাকে কৃপা কর
আর আমায় সাহায্য কর
আর আমায় পথ দেখাও
আর আমার খাদ্যের ব্যবস্থা কর
যাবতীয় মৌখিক ইবাদত ও শারিরিক ইবাদত এবং সকল ভাল জিনিস গুলো আল্লাহরই জন্য। হে নবী আপনাকে সালাম এবং তার সাথে আল্লাহর দয়া ও বরকত। (এই) সালাম আমাদের উপর এবং আল্লাহর ধার্মিক বান্দাদের। আমি সাক্ষ দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন খোদা নেই এবং আরও সাক্ষ দিচ্ছি যে মুহাম্মাদ তার দাস এবং রাসুল
যাবতীয় মৌখিক ইবাদত
আল্লাহর জন্য
এবং শারিরিক ইবাদতও
এবং যাবতীয় উত্তম বন্দনা
আপনাকে সালাম
হে নবী
এবং তার সাথে আল্লাহর দয়া
ও তাঁর বরকতও
(এই) সালাম
আমাদের উপর
এবং
আল্লাহর বান্দাদের (উপরও)
যারা ধার্মিক
আমি সাক্ষ দিচ্ছি
নেই কোন
খোদা
আল্লাহ ছাড়া
এবং আরও সাক্ষী দিচ্ছি
যে
মুহাম্মাদ
তার দাস
ও রাসুল
হে আল্লাহ শান্তি বর্ষণ কর মুহাম্মদ এবং তাঁর পরিবারের উপর যেমনটা তুমি বর্ষণ করেছিলে ইবারাহিম এবং তাঁর পরিবারের উপরে, নিশ্চয়ই তুমি প্রশংসিত মহিমান্নিত। হে আল্লাহ আশীর্বাদ বর্ষণ কর মুহাম্মদ এবং তাঁর পরিবার উপর যেমনটা তুমি বর্ষণ করেছিলে ইবারাহিমের এবং তাঁর পরিবারের উপরে, নিশ্চয়ই তুমি প্রশংসিত মহিমান্নিত
হে আল্লাহ
শান্তি বর্ষণ কর
মুহাম্মদ (এর) উপরে
এবং তার পরিবারের উপরেও
মুহাম্মাদের
যেমনটা
তুমি শান্তি বর্ষণ করেছিলে
ইবারাহিমের উপর
এবং ইব্রাহিমের পরিবারের উপরে
নিশ্চয়ই তুমি
প্রশংসিত
মহিমান্নিত
হে আল্লাহ
আশীর্বাদ বর্ষণ কর
মুহাম্মদ (এর) উপরে
এবং তার পরিবারের উপরেও
মুহাম্মাদের
যেমনটা
তুমি আশীর্বাদ বর্ষণ করেছিলে
ইবারাহিমের উপর
এবং ইব্রাহিমের পরিবারের উপরে
নিশ্চয়ই তুমি
প্রশংসিত
মহিমান্নিত
হে আল্লাহ নিশ্চই আমি নিজের উপর অনেক বেশি বেশি জুলুম করেছি এবং তুমি ছাড়া আর কেউ নেই এই গুনাহ সমূহ ক্ষমা করার সুতরাং তুমি তোমার নিজ গুনে দয়া করে আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু
হে আল্লাহ
নিশ্চচয়ই আমি
জুলুম করেছি
নিজের উপর
অনেক বেশি বেশি জুলুম
এবং কেউ নেই
ক্ষমা করতে পারে
গুনাহ সমূহ
তুমি ছাড়া
সুতরাং আমাকে ক্ষমা কর
তোমার নিজ গুণে
আর আমায় দয়া কর
নিশ্চয়ই তুমি
ক্ষমাশীল
পরম দয়ালু