اللهم إنّكَ عَفُوٌ، تُحِبُّ العَفْوَ، فاعْفُ عنّي
  • আল্লাহুম্মা ইন্নাকা আফুউ উন তুহিব্বুল অফুয়া ফা'ফু আন্নি

হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’’

  • اللهم

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • إنّكَ

    নিশ্ছই তুমি

    ইন্নাকা
  • عَفُوٌ

    ক্ষমাশিল

    আফুফফু
  • تُحِبُّ

    তুমি ভালোবাসো

    তুহিব্বুল
  • العَفْوَ

    ক্ষমা করা

    আফ ওয়া
  • فاعْفُ

    অতয়েব ক্ষমা করে দাও

    ফা ফু

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? তখন তিনি এই দুয়াটা পড়তে বলেন তিরমিজি শরীফ বুক ৯ হাদিস ২০৫