আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই
(শুরু করছি) নামে
আল্লাহর
বিশ্বাস স্থাপন করলাম
উপরে
আল্লাহর
এবং নেই কোনো
ক্ষমতা
অথবা নেই কোনো
শক্তি
ছাড়া
আল্লাহ ছাড়া
বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬