বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি
আমি আশ্রয় চাচ্ছি
আল্লাহর কাছে
থেকে
শয়তান
বিতাড়িত
কেউ যদি রেগে যায় আর এটা পড়ে তাহলে তার রাগ নেমে যাবে আবি দাউদ ৪৭৮১
আল্লাহর নাম শুরু করছি
(শুরু করছি) নামে
আল্লাহর
রাসূলুল্লাহ বলেছেন "তোমরা যখন খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলবে". তিরমিযী ১৮৫৮
সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
যিনি
আমাদেরকে খাদ্য দিয়েছেন
এবং পানাহার দিয়েছেন
এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন
মদ্ধে
মুসলমানদের
রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০
হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন
ও আল্লাহ
খুলে দিন
আমার জন্য
দরজা
আপনার রহমতের
মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি।
ও আল্লাহ
নিশ্চই
আমি চাইছি
থেকে
ভালোত্ব
মসজিদ থেকে বের হলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩
সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫
তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক
তোমার উপর দয়া বর্ষণ হোক
আল্লাহর
রাসূলুল্লাহ শিখিয়েছেন, কাউকে হাঁচি দিতে দিলে ইয়ার হামুকুল্লাহ বলার জন্য- ইবনে মাজাহ ৭৭৩
আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই
(শুরু করছি) নামে
আল্লাহর
বিশ্বাস স্থাপন করলাম
উপরে
আল্লাহর
এবং নেই কোনো
ক্ষমতা
অথবা নেই কোনো
শক্তি
ছাড়া
আল্লাহ ছাড়া
বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬
আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং আমাদের রবের উপরেই ভরশা করি
(শুরু করছি) নামে
আল্লাহর
আমরা প্রবেশ করি
এবং নামে
আল্লাহর
করি
এবং উপরে
আমাদের রবের
ভরশা করি
রাসূলুল্লাহ বাসায় ঢুকার পূর্বে এই দুয়াটা পড়তে শিখিয়েছেন - আবি দাউদ ৫০৯৬
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র তিনি যিনি আমাদেরকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন নাহলে আমরা এর উপর নিয়ন্ত্রণ পেতাম না এবং নিশ্চই আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র
যিনি
আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন
এর উপর
নাহলে আমরা পেতাম না
এর উপর
নিয়ন্ত্রণ
এবং
নিশ্চই
দিকে
আমাদের রবের
আমরা ফিরে যাবো
রাসূলুল্লাহ উটে উঠে এই দুয়াটা করতেন - তিরমিযী ৩৪৪৭