ID 301: When Angry
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
  • আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি

  • اَعُوْذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউজু
  • بِاللهِ

    আল্লাহর কাছে

    বিল্লাহি
  • مِنَ

    থেকে

    মিন
  • الشَّيْطَانِ

    শয়তান

    আস্সায়তান
  • الرَّجِيْمِ

    বিতাড়িত

    আর রাজিম

কেউ যদি রেগে যায় আর এটা পড়ে তাহলে তার রাগ নেমে যাবে আবি দাউদ ৪৭৮১


Tags:

ID 302: Before Meal
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
  • বিসমিল্লাহ

আল্লাহর নাম শুরু করছি

  • بِسْمِ

    (শুরু করছি) নামে

    বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহ

রাসূলুল্লাহ বলেছেন "তোমরা যখন খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলবে". তিরমিযী ১৮৫৮


Tags:

ID 303: After Meal
اَ لْحَمْدُ للهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَاناَ وَجَعَلَناَ مِنَ الْمُسْلِمِيْنَ
  • আলহামদু লিল লাহিল লাজি আত আমানা ওয়া সা কা না ওয়া যা আলনা মিনাল মুসলিমিন

সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন

  • اَلْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • للهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ
  • الَّذِىْ

    যিনি

    আল্লাজি
  • اَطْعَمَنَا

    আমাদেরকে খাদ্য দিয়েছেন

    আত আমানা
  • وَسَقَاناَ

    এবং পানাহার দিয়েছেন

    ওয়া সা কা না
  • وَجَعَلَناَ

    এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন

    ওয়া যা আল না
  • مِنَ

    মদ্ধে

    মিন
  • الْمُسْلِمِيْنَ

    মুসলমানদের

    আল মুসলিমিন

রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০


Tags:

ID 304: Entering Mosque
اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك
  • আল্লাহুম্ মাফ তাহলী অবওয়াবা রহমাতিকা

হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • افْتَـحْ

    খুলে দিন

    আফ্তাহ
  • لي

    আমার জন্য

    লি
  • أَبْوابَ

    দরজা

    আব ওয়া বা
  • رَحْمَتـِك

    আপনার রহমতের

    রহমাতিকা

মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 305: Exiting Mosque
اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك
  • আল্লাহুম্মা ইননি আস আলুকা মিন ফাদলিক

হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি।

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنّـي

    নিশ্চই

    ইন্নি
  • أَسْأَلُكَ

    আমি চাইছি

    আস আলুকা
  • مِـنْ

    থেকে

    মিন
  • فَضْـلِك

    ভালোত্ব

    ফাদলিক

মসজিদ থেকে বের হলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 306: Sneezing
الْحَمْدُ لِلَّهِ
  • আলহামদুলিল্লাহ

সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য

  • الْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ

হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫


Tags:

ID 307: Hearing Sneeze
يَرْحَمُكَ اللَّهُ
  • ইয়ার হামুকুল্লাহ

তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক

  • يَرْحَمُكَ

    তোমার উপর দয়া বর্ষণ হোক

    ইয়ার হামুকা
  • اللَّهُ

    আল্লাহর

    আল্লাহ

রাসূলুল্লাহ শিখিয়েছেন, কাউকে হাঁচি দিতে দিলে ইয়ার হামুকুল্লাহ বলার জন্য- ইবনে মাজাহ ৭৭৩


ID 308: Leaving Home
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلىَ اللهِ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ ط
  • বিমিল্লাহি তাওয়াক্কালতু আলাললাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা

আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই

  • بِسْمِ

    (শুরু করছি) নামে

    বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • تَوَكَّلْتُ

    বিশ্বাস স্থাপন করলাম

    তাওয়াক্কালতু
  • عَلىَ

    উপরে

    আলা
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلاَ

    এবং নেই কোনো

    ওয়ালা
  • حَوْلَ

    ক্ষমতা

    হাওলা
  • وَلاَ

    অথবা নেই কোনো

    ওয়া লা
  • قُوَّةَ

    শক্তি

    কু ওয়া টা
  • اِلاَّ

    ছাড়া

    ইল্লাহ
  • بِاللهِ

    আল্লাহ ছাড়া

    বিল্লাহ

বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬


Tags:

ID 309: Entering Home
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا
  • বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা

আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং আমাদের রবের উপরেই ভরশা করি

  • بِسْـمِ

    (শুরু করছি) নামে

    বিসমি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلَجْنـا

    আমরা প্রবেশ করি

    ওয়া লাজনা
  • وَبِسْـمِ

    এবং নামে

    ওয়া বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • خَـرَجْنـا

    করি

    খোরাজনা
  • وَعَلـى

    এবং উপরে

    ওয়া আলা
  • رَبِّنـا

    আমাদের রবের

    রাব্বানা
  • تَوَكّلْـنا

    ভরশা করি

    তাওয়াক্কালনা

রাসূলুল্লাহ বাসায় ঢুকার পূর্বে এই দুয়াটা পড়তে শিখিয়েছেন - আবি দাউদ ৫০৯৬


ID 310: Traveling
سُبْحَنَ الَّذِىْ سَخَّرَلَنَا هَذَا وَ مَا كُنَّا لَهُ مُقْرِنِيْنْ وَ اِنَّا اِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنْ
  • সুবহানাল্লাযী সাখখারলানা হাজা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা না মুন কালিবুন

সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র তিনি যিনি আমাদেরকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন নাহলে আমরা এর উপর নিয়ন্ত্রণ পেতাম না এবং নিশ্চই আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো

  • سُبْحَنَ

    সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র

    সুবহানা
  • الَّذِىْ

    যিনি

    আল্লাযী
  • سَخَّرَلَنَا

    আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন

    সাক্ষার লানা
  • هَذَا

    এর উপর

    হাজা
  • وَ مَا كُنَّا

    নাহলে আমরা পেতাম না

    ওয়া মা কুন্না
  • لَهُ

    এর উপর

    লাহু
  • مُقْرِنِيْنْ

    নিয়ন্ত্রণ

    মুকরিনিন
  • وَ

    এবং

    ওয়া
  • اِنَّا

    নিশ্চই

    ইন্না
  • اِلَى

    দিকে

    ইলা
  • رَبِّنَا

    আমাদের রবের

    রব্বানা
  • لَمُنْقَلِبُوْنْ

    আমরা ফিরে যাবো

    লা মুন কালিবুন

রাসূলুল্লাহ উটে উঠে এই দুয়াটা করতেন - তিরমিযী ৩৪৪৭


Tags: