اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكْ
  • আল্লাহুম্মাক ফিনি বি হালা লিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওাক

হে আল্লাহ আমাকে হারাম থেকে বাচাও আর হালাল কে আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার কৃপায় আমাকে পরনিরভশিলতা থেকে মুক্তি দাও

  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • اكْفِنِي

    আমাকে স্বনির্ভর করুন

    আকফিনি
  • بِحَلَالِكَ

    আপনার হালাল (রিযিক) দারা

    বি হালালিকা
  • عَنْ

    থেকে

    আন
  • حَرَامِكَ

    আপনার হারাম (রিযিক) থেকে

    হারামিকা
  • وَأَغْنِنِي

    এবং আমাকে শম্ব্রিদ্ধি কর

    ওয়াগ নিনি
  • بِفَضْلِكَ

    আপনার কৃপায়

    বি ফাদলিকা
  • عَمَّنْ

    সবার থেকে

    আম্মান
  • سِوَاكْ

    তুমি ছাড়া

    সিওাক

হযরত আলি (রাঃ) এর কাছে এক বেক্তি এসে তাঁর ঋণের কথা প্রকাশ করলেন। তখন তিনি রাসুলুল্লার আসি শিখান দুয়াটা বলে দিয়েছিলেন আর বলেছিলেন পাহার পরিমান ঋণের বোঝা থাকলেও তা দূর হয়ে যাবে। তিরমিয শরিফ ৩৫৬৩


Tags:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
  • আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজ্রি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ্দাইনি ওয়া কাহ্রি রিজাল

হে আল্লাহ! আমি উদ্বেগ এবং দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই, অসহায়তা ও নিকৃষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আশংকা ও নিষ্ঠুরতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তোমার কাছে আশ্রয় চাই ঋণের বঝা হতে এবং মানুষের অত্যাচার থেকে

  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنِّي

    নিশ্ছই আমি

    ইন্নি
  • أَعُوذُ

    আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْهَمِّ

    দুশ চিন্তা

    আল হাম্মি
  • وَالْحَزَنِ

    আর দুখ

    ওয়াল হুযনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْعَجْزِ

    নিরাশা

    আল আজ্রি
  • وَالْكَسَلِ

    আর আলশেমি

    ওয়াল কাস্রি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْبُخْلِ

    কৃপণতা

    আল বুখলি
  • وَالْجُبْنِ

    আর ভিরুতা

    ওয়াল জুবনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • غَلَبَةِ

    চাপ

    গালাবাতি
  • الدَّيْنِ

    ঋণের

    আল্লাযিনা
  • وَقَهْرِ

    আর অনাচার

    ওয়া কাহ্রি
  • الرِّجَالِ

    মানুষের

    আর রিজাল

রাসুলুল্লাহ বলেছেন "আমি কি তোমাদের এমন একটা দুয়া শিখিয়ে দিব যাতে তোমাদের সকল চিন্তা ও ঋণ দূর হয়ে যাবে? তখন তিনি এই দুয়াটা পরেন আবু দাউদ আবু দাউদ বুক ৮ হাদিথ ১৪০