"আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।"
আমি আশ্রয় চাচ্ছি
আল্লাহর কাছে
থেকে
শয়তান
বিতাড়িত
নামে
আল্লাহ (র)
পরম করুণাময়
অসীম দয়ালু
সকল প্রশংসা
আল্লাহ্(র)
রব
দুনিয়া সমূহের
পরম করুণাময়
অসীম দয়ালু
মালিক
দিনে (র)
প্রতিফল
কেবল আপনার
আমরা উপাসনা করি
এবং শুধু আপনার (কাছে)
আমরা সাহায্য চাই।
আমাদের পরিচালনা করুন
(সেই) পথে,
(যা) দৃঢ়, সোজা
(সেই) পথে
যারা
আপনি অনুগ্রহ করেছেন
তাদের প্রতি
না
(যারা আপনার) ক্রোধ অর্জন করেছে
তাদের (নিজেদের) উপর
এবং না (তাদেরও)
যারা পথভ্রষ্ট
কুরআন ১ঃ১ সুরা ফাতিহা হল কুরানের অন্নতম শ্রেষ্ঠতম দুয়া
হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
হে আমাদের রব
দান কর
আমাদেরকে
সবর
ও দৃঢ় কর
আমাদের পদক্ষেপ
এবং আমাদেরকে সাহায্য কর
বিরুদ্ধে
জাতির
কাফির
কুরআন ২:২৫০ এই দুয়াটি হজরত দাউদ (আ) জালুতের সাথে লড়াইয়ের সময় করেছিলেন
নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা উনার কাছেই ফিরে যাবো, হে আল্লাহ আমাকে এই মসিবতের প্রতিদান দাও এবং তা হতে উত্তম দ্বারা বদলা দাও
নিশ্চয়ই আমরা
আল্লাহর জন্য
এবং নিশ্চই আমরা
উনার কাছেই
ফিরে যাবো
হে আল্লাহ
আমাকে প্রতিদান দাও
এ
এই মসিবতের
এবং বদলা দাও
উত্তম কিছু দ্বারা
তা হতে
যখন আমার স্বামী হজরাত আবু সালামাহ মারা যান, তখন রাসূলুল্লাহ আমাকে এই দুয়াটা শিখিয়ে দেন. আমি পড়তাম আর ভাবতাম আমার স্বামী থেকে উত্তম কে হতে পারে। তখন হজরত আবু বকর আমাকে প্রস্তাব পাঠালালেন, আমি না করে দিলাম, তারপর হজরত উমার আমাকে প্রস্তাব পাঠালেন আমি তাও না করে দিলাম, পরে রাসূলুল্লাহ স্বয়ং যখন আমাকে প্রস্তাব পাঠালেন, আমি রাজি হলাম। সহি মুসলিম ৯১৮b