ID 30: Dua for protection from Poisonous Insects
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
  • আউজু বি কালিমাতিল্লাহিত্মাম্মাতি মিন শাররি মা খোলাক

আমি [আল্লাহর কাছেই] আশ্রয় চাচ্ছি, আল্লাহরই নির্ভুল শব্দ সমূহ দ্বারা, সে সব মন্দ সৃষ্টি হতে, যা তিনি সৃষ্টি করেছেন

  • أَعُوذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَلِمَاتِ

    শব্দ সমূহ দ্বারা

    বি কালিমাতি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • التَّامَّاتِ

    নির্ভুল

    আত্মাম্মাতি
  • مِنْ

    হতে

    মিন
  • شَرِّ

    খারাপ

    সার রি
  • مَا

    যা

    মা
  • خَلَقَ

    তিনি সৃষ্টি করেছেন

    খোলাক

যেই বেক্তি এই দুআটি সুন্ধায় তিন বার পর্বে সে বিষাক্ত পোকামাকড় থেকে নিরাপদ থাকবে সুনান ইবনে মাজাহ ভলিউম ৪ বই নাম্বার ৩১ হাদিস নাম্বার ৩৫১৮


ID 31: Dua for Stress
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মসিবাতি ওয়া আখলিফালি খয়রান মিনহা

নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা উনার কাছেই ফিরে যাবো, হে আল্লাহ আমাকে এই মসিবতের প্রতিদান দাও এবং তা হতে উত্তম দ্বারা বদলা দাও

  • إِنَّا

    নিশ্চয়ই আমরা

    ইন্না
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহি
  • وَإِنَّا

    এবং নিশ্চই আমরা

    ওয়া ইন্না
  • إِلَيْهِ

    উনার কাছেই

    ইলাইহি
  • رَاجِعُونَ

    ফিরে যাবো

    রাজিউন
  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • أْجُرْنِي

    আমাকে প্রতিদান দাও

    আজিরনি
  • فِي

    ফি
  • مُصِيبَتِي

    এই মসিবতের

    মুসিবাতি
  • وَأَخْلِفْلِي

    এবং বদলা দাও

    ওয়া আখলিফালি
  • خَيْرًا

    উত্তম কিছু দ্বারা

    খয়রান
  • مِنْهَا

    তা হতে

    মিনহা

যখন আমার স্বামী হজরাত আবু সালামাহ মারা যান, তখন রাসূলুল্লাহ আমাকে এই দুয়াটা শিখিয়ে দেন. আমি পড়তাম আর ভাবতাম আমার স্বামী থেকে উত্তম কে হতে পারে। তখন হজরত আবু বকর আমাকে প্রস্তাব পাঠালালেন, আমি না করে দিলাম, তারপর হজরত উমার আমাকে প্রস্তাব পাঠালেন আমি তাও না করে দিলাম, পরে রাসূলুল্লাহ স্বয়ং যখন আমাকে প্রস্তাব পাঠালেন, আমি রাজি হলাম। সহি মুসলিম ৯১৮b


اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا, وَمَيِّتِنَا, وَشَاهِدِنَا, وَغَائِبِنَا, وَصَغِيرِنَا, وَكَبِيرِنَا, وَذَكَرِنَا, وَأُنْثَانَا, اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى اَلْإِسْلَامِ, وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اَلْإِيمَانِ, اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ, وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
  • আল্লাহুম্মাগ’ফিরলী হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহীদীনা ওয়া গায়িবীনা, ওয়া ছগীরীনা ওয়া কাবীরীনা, ওয়া জাকারিনা ওয়া উনছানা – আল্লাহুম্মা মান আহ’ইয়া.তাহু মিননা ফা আইহি আলাল ইসলাম – ওমান তা অফ ফাইতা হু মিননা ফাতা অফ ফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহ রিম না, আজ্রাহু, ওয়ালা তুদিল্লানা বা দাহু

হে আল্লাহ ক্ষমা করে দিন জীবিতদের’কে এবং মৃতদেরকে, এবং এখানে উপস্থিতিদেরকে এবং অনুপস্থিতিদেরকে এবং ছোটদেরকে এবং বড়দেরকে এবং পুরুষ দেরকে এবং মহিলাদের কে । হে আল্লাহ আমাদের জীবতেদের সবাইকে ইসলামে জিন্দা রাখুন এবং যাঁরা মৃত্যুরণ করবে তাদের ঈমানের উপর দৃঢ় রাখুন। হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না

  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • اغْفِـرْلِ

    ক্ষমা করে দাও

    আগফিরলি
  • حَيِّـنا

    জিবিতদেরকে

    হাইয়েনা
  • وَمَيِّتِـنا

    এবং মৃতদেরকে

    ওয়া মাইয়েতিনা
  • وَشـاهِدِنا

    এবং এখানে উপস্থিতিদেরকে

    ওয়া শাহিদিনা
  • وَغائِبِـنا

    এবং অনুপস্থিতিদেরকে

    ওয়া গাইয়েবিনা
  • وَصَغيـرِنا

    এবং ছোটদেরকে

    ওয়া সাগিরিনা
  • وَكَبيـرِنا

    এবং বড়দেরকে

    ওয়া কাবিরিনা
  • وَذَكَـرِنا

    এবং পুরুষদেরকে

    ওয়া জাকারিনা
  • وَأُنْثـانا

    এবং মহিলাদেরকে

    ওয়া উন্সা
  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • مَنْ

    যাদেরকেই

    মান
  • أَحْيَيْـتَهُ

    হায়াত দিয়েছ

    আহ ইয়াতাহু
  • مِنّا

    আমাদের মধ্যে

    মিন্না
  • فَأَحْيِـهِ

    তাদেরকে জিন্দা রাখো

    ফা ইহিয়া
  • عَلى

    উপরে

    আলা
  • الإِسْلام

    ইসলামের

    আল ইসলাম
  • ،وَمَنْ

    আর যাকেই

    ওয়া মান
  • تَوَفَّـيْتََهُ

    তুমি নিয়ে যাবে

    তাওাফ ফাইতা
  • مِنّا

    আমদের কাছ থেকে

    মিন্না
  • فَتَوَفَّـهُ

    তাঁকে নিয়ে যেও

    ফাতা ওয়াফফাতু
  • عَلى

    সাথে

    আলা
  • الإِيـمان

    ইমানের

    আল ইমান
  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • لا

    করবেন না

    লা
  • تَحْـرِمْنـا

    বঞ্ছিত

    তাহ রিম না
  • أَجْـرَه

    তাঁর সোয়াব (হতে)

    ইজ্রা
  • وَلا

    এবং ফেলবেন না

    ওয়ালা
  • تُضِـلَّنا

    গোমরাহিতে

    তুদিল্লানা
  • بَعْـدَهُ

    তাঁর পরে

    বা দাহু

জানাজার দুআ


ID 304: Entering Mosque
اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك
  • আল্লাহুম্ মাফ তাহলী অবওয়াবা রহমাতিকা

হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • افْتَـحْ

    খুলে দিন

    আফ্তাহ
  • لي

    আমার জন্য

    লি
  • أَبْوابَ

    দরজা

    আব ওয়া বা
  • رَحْمَتـِك

    আপনার রহমতের

    রহমাতিকা

মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 305: Exiting Mosque
اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك
  • আল্লাহুম্মা ইননি আস আলুকা মিন ফাদলিক

হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি।

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنّـي

    নিশ্চই

    ইন্নি
  • أَسْأَلُكَ

    আমি চাইছি

    আস আলুকা
  • مِـنْ

    থেকে

    মিন
  • فَضْـلِك

    ভালোত্ব

    ফাদলিক

মসজিদ থেকে বের হলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 306: Sneezing
الْحَمْدُ لِلَّهِ
  • আলহামদুলিল্লাহ

সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য

  • الْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ

হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫


Tags:

ID 307: Hearing Sneeze
يَرْحَمُكَ اللَّهُ
  • ইয়ার হামুকুল্লাহ

তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক

  • يَرْحَمُكَ

    তোমার উপর দয়া বর্ষণ হোক

    ইয়ার হামুকা
  • اللَّهُ

    আল্লাহর

    আল্লাহ

রাসূলুল্লাহ শিখিয়েছেন, কাউকে হাঁচি দিতে দিলে ইয়ার হামুকুল্লাহ বলার জন্য- ইবনে মাজাহ ৭৭৩