اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
  • আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজ্রি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ্দাইনি ওয়া কাহ্রি রিজাল

হে আল্লাহ! আমি উদ্বেগ এবং দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই, অসহায়তা ও নিকৃষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আশংকা ও নিষ্ঠুরতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তোমার কাছে আশ্রয় চাই ঋণের বঝা হতে এবং মানুষের অত্যাচার থেকে

  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنِّي

    নিশ্ছই আমি

    ইন্নি
  • أَعُوذُ

    আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْهَمِّ

    দুশ চিন্তা

    আল হাম্মি
  • وَالْحَزَنِ

    আর দুখ

    ওয়াল হুযনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْعَجْزِ

    নিরাশা

    আল আজ্রি
  • وَالْكَسَلِ

    আর আলশেমি

    ওয়াল কাস্রি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْبُخْلِ

    কৃপণতা

    আল বুখলি
  • وَالْجُبْنِ

    আর ভিরুতা

    ওয়াল জুবনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • غَلَبَةِ

    চাপ

    গালাবাতি
  • الدَّيْنِ

    ঋণের

    আল্লাযিনা
  • وَقَهْرِ

    আর অনাচার

    ওয়া কাহ্রি
  • الرِّجَالِ

    মানুষের

    আর রিজাল

রাসুলুল্লাহ বলেছেন "আমি কি তোমাদের এমন একটা দুয়া শিখিয়ে দিব যাতে তোমাদের সকল চিন্তা ও ঋণ দূর হয়ে যাবে? তখন তিনি এই দুয়াটা পরেন আবু দাউদ আবু দাউদ বুক ৮ হাদিথ ১৪০


ID 301: When Angry
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
  • আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি

  • اَعُوْذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউজু
  • بِاللهِ

    আল্লাহর কাছে

    বিল্লাহি
  • مِنَ

    থেকে

    মিন
  • الشَّيْطَانِ

    শয়তান

    আস্সায়তান
  • الرَّجِيْمِ

    বিতাড়িত

    আর রাজিম

কেউ যদি রেগে যায় আর এটা পড়ে তাহলে তার রাগ নেমে যাবে আবি দাউদ ৪৭৮১


Tags:

ID 303: After Meal
اَ لْحَمْدُ للهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَاناَ وَجَعَلَناَ مِنَ الْمُسْلِمِيْنَ
  • আলহামদু লিল লাহিল লাজি আত আমানা ওয়া সা কা না ওয়া যা আলনা মিনাল মুসলিমিন

সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন

  • اَلْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • للهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ
  • الَّذِىْ

    যিনি

    আল্লাজি
  • اَطْعَمَنَا

    আমাদেরকে খাদ্য দিয়েছেন

    আত আমানা
  • وَسَقَاناَ

    এবং পানাহার দিয়েছেন

    ওয়া সা কা না
  • وَجَعَلَناَ

    এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন

    ওয়া যা আল না
  • مِنَ

    মদ্ধে

    মিন
  • الْمُسْلِمِيْنَ

    মুসলমানদের

    আল মুসলিমিন

রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০


Tags:

ID 309: Entering Home
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا
  • বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা

আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং আমাদের রবের উপরেই ভরশা করি

  • بِسْـمِ

    (শুরু করছি) নামে

    বিসমি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلَجْنـا

    আমরা প্রবেশ করি

    ওয়া লাজনা
  • وَبِسْـمِ

    এবং নামে

    ওয়া বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • خَـرَجْنـا

    করি

    খোরাজনা
  • وَعَلـى

    এবং উপরে

    ওয়া আলা
  • رَبِّنـا

    আমাদের রবের

    রাব্বানা
  • تَوَكّلْـنا

    ভরশা করি

    তাওয়াক্কালনা

রাসূলুল্লাহ বাসায় ঢুকার পূর্বে এই দুয়াটা পড়তে শিখিয়েছেন - আবি দাউদ ৫০৯৬