হে আল্লাহ আমাকে হারাম থেকে বাচাও আর হালাল কে আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার কৃপায় আমাকে পরনিরভশিলতা থেকে মুক্তি দাও
হে আল্লাহ
আমাকে স্বনির্ভর করুন
আপনার হালাল (রিযিক) দারা
থেকে
আপনার হারাম (রিযিক) থেকে
এবং আমাকে শম্ব্রিদ্ধি কর
আপনার কৃপায়
সবার থেকে
তুমি ছাড়া
হযরত আলি (রাঃ) এর কাছে এক বেক্তি এসে তাঁর ঋণের কথা প্রকাশ করলেন। তখন তিনি রাসুলুল্লার আসি শিখান দুয়াটা বলে দিয়েছিলেন আর বলেছিলেন পাহার পরিমান ঋণের বোঝা থাকলেও তা দূর হয়ে যাবে। তিরমিয শরিফ ৩৫৬৩
হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’’
হে আল্লাহ
নিশ্ছই তুমি
ক্ষমাশিল
তুমি ভালোবাসো
ক্ষমা করা
অতয়েব ক্ষমা করে দাও
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? তখন তিনি এই দুয়াটা পড়তে বলেন তিরমিজি শরীফ বুক ৯ হাদিস ২০৫
আল্লাহর নাম শুরু করছি
(শুরু করছি) নামে
আল্লাহর
রাসূলুল্লাহ বলেছেন "তোমরা যখন খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলবে". তিরমিযী ১৮৫৮
আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই
(শুরু করছি) নামে
আল্লাহর
বিশ্বাস স্থাপন করলাম
উপরে
আল্লাহর
এবং নেই কোনো
ক্ষমতা
অথবা নেই কোনো
শক্তি
ছাড়া
আল্লাহ ছাড়া
বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র তিনি যিনি আমাদেরকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন নাহলে আমরা এর উপর নিয়ন্ত্রণ পেতাম না এবং নিশ্চই আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র
যিনি
আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন
এর উপর
নাহলে আমরা পেতাম না
এর উপর
নিয়ন্ত্রণ
এবং
নিশ্চই
দিকে
আমাদের রবের
আমরা ফিরে যাবো
রাসূলুল্লাহ উটে উঠে এই দুয়াটা করতেন - তিরমিযী ৩৪৪৭