হে আল্লাহ আমাকে হারাম থেকে বাচাও আর হালাল কে আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার কৃপায় আমাকে পরনিরভশিলতা থেকে মুক্তি দাও
হে আল্লাহ
আমাকে স্বনির্ভর করুন
আপনার হালাল (রিযিক) দারা
থেকে
আপনার হারাম (রিযিক) থেকে
এবং আমাকে শম্ব্রিদ্ধি কর
আপনার কৃপায়
সবার থেকে
তুমি ছাড়া
হযরত আলি (রাঃ) এর কাছে এক বেক্তি এসে তাঁর ঋণের কথা প্রকাশ করলেন। তখন তিনি রাসুলুল্লার আসি শিখান দুয়াটা বলে দিয়েছিলেন আর বলেছিলেন পাহার পরিমান ঋণের বোঝা থাকলেও তা দূর হয়ে যাবে। তিরমিয শরিফ ৩৫৬৩
হে আল্লাহ! আমি উদ্বেগ এবং দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই, অসহায়তা ও নিকৃষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আশংকা ও নিষ্ঠুরতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তোমার কাছে আশ্রয় চাই ঋণের বঝা হতে এবং মানুষের অত্যাচার থেকে
হে আল্লাহ
নিশ্ছই আমি
আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
দুশ চিন্তা
আর দুখ
আর আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
নিরাশা
আর আলশেমি
আর আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
কৃপণতা
আর ভিরুতা
আর আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
চাপ
ঋণের
আর অনাচার
মানুষের
রাসুলুল্লাহ বলেছেন "আমি কি তোমাদের এমন একটা দুয়া শিখিয়ে দিব যাতে তোমাদের সকল চিন্তা ও ঋণ দূর হয়ে যাবে? তখন তিনি এই দুয়াটা পরেন আবু দাউদ আবু দাউদ বুক ৮ হাদিথ ১৪০
হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনিই আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি আপনার দাস, এবং আমি আপনারই প্রতিসস্রিতিতে আবধধ। যে সকল খারাপ কাজ আমি করেছি তা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর আপনার সকল অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহ সমূহও। আমাকে ক্ষমা করে দিন কারন আপনি ছাড়া কোন ক্ষমাকারি নেই
ও আল্লাহ
তুমি
আমার রব
না
(কোন) মাবুদ
ছাড়া
তুমি
(তুমি) আমায় সৃষ্টি করেছ
এবং আমি
আপনার দাস
এবং আমি
মদ্ধে
আপনার দাইত্তের
ও প্রতিস্রুতির
যা
আমি পারতাম
আমি আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
খারাপ
যা
আমি করেছি
আমি স্বীকার করছি
আপনার কাাছে
আপনারই নিয়ামত সমুহ
আমার উপর
আর স্বীকার করছি
আমার গুনাহ শমুহ
অতএব ক্ষমা করে দিন
আমায়
কেননা নিশইচ
নেই (কেউ)
ক্ষমা করার
গুনাহ শমুহ
ছাড়া
আপনি
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম প্রার্থনা (সৈয়দ-উল-ইস্তেফফার) হল এই দুআ। তিনি আর বলেছেন যে কেউ এই দুয়াটা দৃঢ় বিশ্বাসের সাথে পরে এবং সেদিনই যদি মারা যায় তাহলে তিনি জান্নাতি হবেন। আল বুখারী বই ৮০ হাদীস ৩
হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’’
হে আল্লাহ
নিশ্ছই তুমি
ক্ষমাশিল
তুমি ভালোবাসো
ক্ষমা করা
অতয়েব ক্ষমা করে দাও
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? তখন তিনি এই দুয়াটা পড়তে বলেন তিরমিজি শরীফ বুক ৯ হাদিস ২০৫
আমি [আল্লাহর কাছেই] আশ্রয় চাচ্ছি, আল্লাহরই নির্ভুল শব্দ সমূহ দ্বারা, সে সব মন্দ সৃষ্টি হতে, যা তিনি সৃষ্টি করেছেন
আমি আশ্রয় চাচ্ছি
শব্দ সমূহ দ্বারা
আল্লাহর
নির্ভুল
হতে
খারাপ
যা
তিনি সৃষ্টি করেছেন
যেই বেক্তি এই দুআটি সুন্ধায় তিন বার পর্বে সে বিষাক্ত পোকামাকড় থেকে নিরাপদ থাকবে সুনান ইবনে মাজাহ ভলিউম ৪ বই নাম্বার ৩১ হাদিস নাম্বার ৩৫১৮
নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা উনার কাছেই ফিরে যাবো, হে আল্লাহ আমাকে এই মসিবতের প্রতিদান দাও এবং তা হতে উত্তম দ্বারা বদলা দাও
নিশ্চয়ই আমরা
আল্লাহর জন্য
এবং নিশ্চই আমরা
উনার কাছেই
ফিরে যাবো
হে আল্লাহ
আমাকে প্রতিদান দাও
এ
এই মসিবতের
এবং বদলা দাও
উত্তম কিছু দ্বারা
তা হতে
যখন আমার স্বামী হজরাত আবু সালামাহ মারা যান, তখন রাসূলুল্লাহ আমাকে এই দুয়াটা শিখিয়ে দেন. আমি পড়তাম আর ভাবতাম আমার স্বামী থেকে উত্তম কে হতে পারে। তখন হজরত আবু বকর আমাকে প্রস্তাব পাঠালালেন, আমি না করে দিলাম, তারপর হজরত উমার আমাকে প্রস্তাব পাঠালেন আমি তাও না করে দিলাম, পরে রাসূলুল্লাহ স্বয়ং যখন আমাকে প্রস্তাব পাঠালেন, আমি রাজি হলাম। সহি মুসলিম ৯১৮b
হে আল্লাহ ক্ষমা করে দিন জীবিতদের’কে এবং মৃতদেরকে, এবং এখানে উপস্থিতিদেরকে এবং অনুপস্থিতিদেরকে এবং ছোটদেরকে এবং বড়দেরকে এবং পুরুষ দেরকে এবং মহিলাদের কে । হে আল্লাহ আমাদের জীবতেদের সবাইকে ইসলামে জিন্দা রাখুন এবং যাঁরা মৃত্যুরণ করবে তাদের ঈমানের উপর দৃঢ় রাখুন। হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না
হে আল্লাহ
ক্ষমা করে দাও
জিবিতদেরকে
এবং মৃতদেরকে
এবং এখানে উপস্থিতিদেরকে
এবং অনুপস্থিতিদেরকে
এবং ছোটদেরকে
এবং বড়দেরকে
এবং পুরুষদেরকে
এবং মহিলাদেরকে
হে আল্লাহ
যাদেরকেই
হায়াত দিয়েছ
আমাদের মধ্যে
তাদেরকে জিন্দা রাখো
উপরে
ইসলামের
আর যাকেই
তুমি নিয়ে যাবে
আমদের কাছ থেকে
তাঁকে নিয়ে যেও
সাথে
ইমানের
হে আল্লাহ
করবেন না
বঞ্ছিত
তাঁর সোয়াব (হতে)
এবং ফেলবেন না
গোমরাহিতে
তাঁর পরে
জানাজার দুআ
বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি
আমি আশ্রয় চাচ্ছি
আল্লাহর কাছে
থেকে
শয়তান
বিতাড়িত
কেউ যদি রেগে যায় আর এটা পড়ে তাহলে তার রাগ নেমে যাবে আবি দাউদ ৪৭৮১
আল্লাহর নাম শুরু করছি
(শুরু করছি) নামে
আল্লাহর
রাসূলুল্লাহ বলেছেন "তোমরা যখন খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলবে". তিরমিযী ১৮৫৮
সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
যিনি
আমাদেরকে খাদ্য দিয়েছেন
এবং পানাহার দিয়েছেন
এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন
মদ্ধে
মুসলমানদের
রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০
হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন
ও আল্লাহ
খুলে দিন
আমার জন্য
দরজা
আপনার রহমতের
মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩
হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি।
ও আল্লাহ
নিশ্চই
আমি চাইছি
থেকে
ভালোত্ব
মসজিদ থেকে বের হলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩
সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫
তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক
তোমার উপর দয়া বর্ষণ হোক
আল্লাহর
রাসূলুল্লাহ শিখিয়েছেন, কাউকে হাঁচি দিতে দিলে ইয়ার হামুকুল্লাহ বলার জন্য- ইবনে মাজাহ ৭৭৩
আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই
(শুরু করছি) নামে
আল্লাহর
বিশ্বাস স্থাপন করলাম
উপরে
আল্লাহর
এবং নেই কোনো
ক্ষমতা
অথবা নেই কোনো
শক্তি
ছাড়া
আল্লাহ ছাড়া
বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬
আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং আমাদের রবের উপরেই ভরশা করি
(শুরু করছি) নামে
আল্লাহর
আমরা প্রবেশ করি
এবং নামে
আল্লাহর
করি
এবং উপরে
আমাদের রবের
ভরশা করি
রাসূলুল্লাহ বাসায় ঢুকার পূর্বে এই দুয়াটা পড়তে শিখিয়েছেন - আবি দাউদ ৫০৯৬
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র তিনি যিনি আমাদেরকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন নাহলে আমরা এর উপর নিয়ন্ত্রণ পেতাম না এবং নিশ্চই আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো
সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র
যিনি
আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন
এর উপর
নাহলে আমরা পেতাম না
এর উপর
নিয়ন্ত্রণ
এবং
নিশ্চই
দিকে
আমাদের রবের
আমরা ফিরে যাবো
রাসূলুল্লাহ উটে উঠে এই দুয়াটা করতেন - তিরমিযী ৩৪৪৭