اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكْ
  • আল্লাহুম্মাক ফিনি বি হালা লিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিওাক

হে আল্লাহ আমাকে হারাম থেকে বাচাও আর হালাল কে আমার জন্য যথেষ্ট করে দাও এবং তোমার কৃপায় আমাকে পরনিরভশিলতা থেকে মুক্তি দাও

  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • اكْفِنِي

    আমাকে স্বনির্ভর করুন

    আকফিনি
  • بِحَلَالِكَ

    আপনার হালাল (রিযিক) দারা

    বি হালালিকা
  • عَنْ

    থেকে

    আন
  • حَرَامِكَ

    আপনার হারাম (রিযিক) থেকে

    হারামিকা
  • وَأَغْنِنِي

    এবং আমাকে শম্ব্রিদ্ধি কর

    ওয়াগ নিনি
  • بِفَضْلِكَ

    আপনার কৃপায়

    বি ফাদলিকা
  • عَمَّنْ

    সবার থেকে

    আম্মান
  • سِوَاكْ

    তুমি ছাড়া

    সিওাক

হযরত আলি (রাঃ) এর কাছে এক বেক্তি এসে তাঁর ঋণের কথা প্রকাশ করলেন। তখন তিনি রাসুলুল্লার আসি শিখান দুয়াটা বলে দিয়েছিলেন আর বলেছিলেন পাহার পরিমান ঋণের বোঝা থাকলেও তা দূর হয়ে যাবে। তিরমিয শরিফ ৩৫৬৩


Tags:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
  • আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল হাজানি ওয়া আউযুবিকা মিনাল আজ্রি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ্দাইনি ওয়া কাহ্রি রিজাল

হে আল্লাহ! আমি উদ্বেগ এবং দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই, অসহায়তা ও নিকৃষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আশংকা ও নিষ্ঠুরতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর তোমার কাছে আশ্রয় চাই ঋণের বঝা হতে এবং মানুষের অত্যাচার থেকে

  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنِّي

    নিশ্ছই আমি

    ইন্নি
  • أَعُوذُ

    আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْهَمِّ

    দুশ চিন্তা

    আল হাম্মি
  • وَالْحَزَنِ

    আর দুখ

    ওয়াল হুযনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْعَجْزِ

    নিরাশা

    আল আজ্রি
  • وَالْكَسَلِ

    আর আলশেমি

    ওয়াল কাস্রি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • الْبُخْلِ

    কৃপণতা

    আল বুখলি
  • وَالْجُبْنِ

    আর ভিরুতা

    ওয়াল জুবনি
  • وَأَعُوذُ

    আর আশ্রয় চাচ্ছি

    ওয়া আউসযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنَ

    থেকে

    মিন
  • غَلَبَةِ

    চাপ

    গালাবাতি
  • الدَّيْنِ

    ঋণের

    আল্লাযিনা
  • وَقَهْرِ

    আর অনাচার

    ওয়া কাহ্রি
  • الرِّجَالِ

    মানুষের

    আর রিজাল

রাসুলুল্লাহ বলেছেন "আমি কি তোমাদের এমন একটা দুয়া শিখিয়ে দিব যাতে তোমাদের সকল চিন্তা ও ঋণ দূর হয়ে যাবে? তখন তিনি এই দুয়াটা পরেন আবু দাউদ আবু দাউদ বুক ৮ হাদিথ ১৪০


اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ ، لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ ، وَاَنَا عَلَی عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَ اَبُوْءُ بِذَنْبِي ، فَاغْفِرْ لِيْ ، فَاِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ
  • আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মাস্তাতাতু আউযুবিকা মিন শার রি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলিয়া ওয়া আবু বি জানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা

হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনিই আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি আপনার দাস, এবং আমি আপনারই প্রতিসস্রিতিতে আবধধ। যে সকল খারাপ কাজ আমি করেছি তা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর আপনার সকল অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহ সমূহও। আমাকে ক্ষমা করে দিন কারন আপনি ছাড়া কোন ক্ষমাকারি নেই

  • اللَّهُمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • أَنْتَ

    তুমি

    আন্তা
  • رَبِّي

    আমার রব

    রাব্বি
  • لَا

    না

    লা
  • إِلَهَ

    (কোন) মাবুদ

    ইলাহা
  • إِلَّا

    ছাড়া

    ইল্লা
  • أَنْتَ

    তুমি

    আন্তা
  • خَلَقْتَنِي

    (তুমি) আমায় সৃষ্টি করেছ

    খাল্কতানি
  • وَأَنَا

    এবং আমি

    ওয়া আনা
  • عَبْدُكَ

    আপনার দাস

    আব্দুকা
  • وَأَنَا

    এবং আমি

    ওয়া আনা
  • عَلَى

    মদ্ধে

    আলা
  • عَهْدِكَ

    আপনার দাইত্তের

    আহদিকা
  • وَوَعْدِكَ

    ও প্রতিস্রুতির

    ওয়া ওয়া দিকা
  • مَا

    যা

    মা
  • اسْتَطَعْتُ

    আমি পারতাম

    আস তা তা তু
  • أَعُوذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَ

    আপনার কাছে

    বিকা
  • مِنْ

    থেকে

    মিন
  • شَرِّ

    খারাপ

    শার রি
  • مَا

    যা

    মা
  • صَنَعْتُ

    আমি করেছি

    সনা তু
  • أَبُوءُ

    আমি স্বীকার করছি

    আবু উ
  • لَكَ

    আপনার কাাছে

    লাকা
  • بِنِعْمَتِكَ

    আপনারই নিয়ামত সমুহ

    বি নি মাতিকা
  • عَلَيَّ

    আমার উপর

    আলা
  • وَأَبُوءُ

    আর স্বীকার করছি

    ওয়া আবু উ
  • بِذَنْبِي

    আমার গুনাহ শমুহ

    বি যানবি
  • فَاغْفِرْ

    অতএব ক্ষমা করে দিন

    ফাগফির
  • لِي

    আমায়

    লিল্লাযিনা
  • فَإِنَّهُ

    কেননা নিশইচ

    ফা ইন্নাহু
  • لَا

    নেই (কেউ)

    লা
  • يَغْفِرُ

    ক্ষমা করার

    ইয়াগফিরু
  • الذُّنُوبَ

    গুনাহ শমুহ

    শমুহ
  • إِلَّا

    ছাড়া

    ইল্লা
  • أَنْتَ

    আপনি

    আন্তা

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম প্রার্থনা (সৈয়দ-উল-ইস্তেফফার) হল এই দুআ। তিনি আর বলেছেন যে কেউ এই দুয়াটা দৃঢ় বিশ্বাসের সাথে পরে এবং সেদিনই যদি মারা যায় তাহলে তিনি জান্নাতি হবেন। আল বুখারী বই ৮০ হাদীস ৩


اللهم إنّكَ عَفُوٌ، تُحِبُّ العَفْوَ، فاعْفُ عنّي
  • আল্লাহুম্মা ইন্নাকা আফুউ উন তুহিব্বুল অফুয়া ফা'ফু আন্নি

হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও’’

  • اللهم

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • إنّكَ

    নিশ্ছই তুমি

    ইন্নাকা
  • عَفُوٌ

    ক্ষমাশিল

    আফুফফু
  • تُحِبُّ

    তুমি ভালোবাসো

    তুহিব্বুল
  • العَفْوَ

    ক্ষমা করা

    আফ ওয়া
  • فاعْفُ

    অতয়েব ক্ষমা করে দাও

    ফা ফু

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দোয়া পড়বো? তখন তিনি এই দুয়াটা পড়তে বলেন তিরমিজি শরীফ বুক ৯ হাদিস ২০৫


ID 30: Dua for protection from Poisonous Insects
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
  • আউজু বি কালিমাতিল্লাহিত্মাম্মাতি মিন শাররি মা খোলাক

আমি [আল্লাহর কাছেই] আশ্রয় চাচ্ছি, আল্লাহরই নির্ভুল শব্দ সমূহ দ্বারা, সে সব মন্দ সৃষ্টি হতে, যা তিনি সৃষ্টি করেছেন

  • أَعُوذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউযু
  • بِكَلِمَاتِ

    শব্দ সমূহ দ্বারা

    বি কালিমাতি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • التَّامَّاتِ

    নির্ভুল

    আত্মাম্মাতি
  • مِنْ

    হতে

    মিন
  • شَرِّ

    খারাপ

    সার রি
  • مَا

    যা

    মা
  • خَلَقَ

    তিনি সৃষ্টি করেছেন

    খোলাক

যেই বেক্তি এই দুআটি সুন্ধায় তিন বার পর্বে সে বিষাক্ত পোকামাকড় থেকে নিরাপদ থাকবে সুনান ইবনে মাজাহ ভলিউম ৪ বই নাম্বার ৩১ হাদিস নাম্বার ৩৫১৮


ID 31: Dua for Stress
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মসিবাতি ওয়া আখলিফালি খয়রান মিনহা

নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা উনার কাছেই ফিরে যাবো, হে আল্লাহ আমাকে এই মসিবতের প্রতিদান দাও এবং তা হতে উত্তম দ্বারা বদলা দাও

  • إِنَّا

    নিশ্চয়ই আমরা

    ইন্না
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহি
  • وَإِنَّا

    এবং নিশ্চই আমরা

    ওয়া ইন্না
  • إِلَيْهِ

    উনার কাছেই

    ইলাইহি
  • رَاجِعُونَ

    ফিরে যাবো

    রাজিউন
  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • أْجُرْنِي

    আমাকে প্রতিদান দাও

    আজিরনি
  • فِي

    ফি
  • مُصِيبَتِي

    এই মসিবতের

    মুসিবাতি
  • وَأَخْلِفْلِي

    এবং বদলা দাও

    ওয়া আখলিফালি
  • خَيْرًا

    উত্তম কিছু দ্বারা

    খয়রান
  • مِنْهَا

    তা হতে

    মিনহা

যখন আমার স্বামী হজরাত আবু সালামাহ মারা যান, তখন রাসূলুল্লাহ আমাকে এই দুয়াটা শিখিয়ে দেন. আমি পড়তাম আর ভাবতাম আমার স্বামী থেকে উত্তম কে হতে পারে। তখন হজরত আবু বকর আমাকে প্রস্তাব পাঠালালেন, আমি না করে দিলাম, তারপর হজরত উমার আমাকে প্রস্তাব পাঠালেন আমি তাও না করে দিলাম, পরে রাসূলুল্লাহ স্বয়ং যখন আমাকে প্রস্তাব পাঠালেন, আমি রাজি হলাম। সহি মুসলিম ৯১৮b


اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا, وَمَيِّتِنَا, وَشَاهِدِنَا, وَغَائِبِنَا, وَصَغِيرِنَا, وَكَبِيرِنَا, وَذَكَرِنَا, وَأُنْثَانَا, اَللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى اَلْإِسْلَامِ, وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى اَلْإِيمَانِ, اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ, وَلَا تُضِلَّنَا بَعْدَهُ
  • আল্লাহুম্মাগ’ফিরলী হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহীদীনা ওয়া গায়িবীনা, ওয়া ছগীরীনা ওয়া কাবীরীনা, ওয়া জাকারিনা ওয়া উনছানা – আল্লাহুম্মা মান আহ’ইয়া.তাহু মিননা ফা আইহি আলাল ইসলাম – ওমান তা অফ ফাইতা হু মিননা ফাতা অফ ফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহ রিম না, আজ্রাহু, ওয়ালা তুদিল্লানা বা দাহু

হে আল্লাহ ক্ষমা করে দিন জীবিতদের’কে এবং মৃতদেরকে, এবং এখানে উপস্থিতিদেরকে এবং অনুপস্থিতিদেরকে এবং ছোটদেরকে এবং বড়দেরকে এবং পুরুষ দেরকে এবং মহিলাদের কে । হে আল্লাহ আমাদের জীবতেদের সবাইকে ইসলামে জিন্দা রাখুন এবং যাঁরা মৃত্যুরণ করবে তাদের ঈমানের উপর দৃঢ় রাখুন। হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না

  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • اغْفِـرْلِ

    ক্ষমা করে দাও

    আগফিরলি
  • حَيِّـنا

    জিবিতদেরকে

    হাইয়েনা
  • وَمَيِّتِـنا

    এবং মৃতদেরকে

    ওয়া মাইয়েতিনা
  • وَشـاهِدِنا

    এবং এখানে উপস্থিতিদেরকে

    ওয়া শাহিদিনা
  • وَغائِبِـنا

    এবং অনুপস্থিতিদেরকে

    ওয়া গাইয়েবিনা
  • وَصَغيـرِنا

    এবং ছোটদেরকে

    ওয়া সাগিরিনা
  • وَكَبيـرِنا

    এবং বড়দেরকে

    ওয়া কাবিরিনা
  • وَذَكَـرِنا

    এবং পুরুষদেরকে

    ওয়া জাকারিনা
  • وَأُنْثـانا

    এবং মহিলাদেরকে

    ওয়া উন্সা
  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • مَنْ

    যাদেরকেই

    মান
  • أَحْيَيْـتَهُ

    হায়াত দিয়েছ

    আহ ইয়াতাহু
  • مِنّا

    আমাদের মধ্যে

    মিন্না
  • فَأَحْيِـهِ

    তাদেরকে জিন্দা রাখো

    ফা ইহিয়া
  • عَلى

    উপরে

    আলা
  • الإِسْلام

    ইসলামের

    আল ইসলাম
  • ،وَمَنْ

    আর যাকেই

    ওয়া মান
  • تَوَفَّـيْتََهُ

    তুমি নিয়ে যাবে

    তাওাফ ফাইতা
  • مِنّا

    আমদের কাছ থেকে

    মিন্না
  • فَتَوَفَّـهُ

    তাঁকে নিয়ে যেও

    ফাতা ওয়াফফাতু
  • عَلى

    সাথে

    আলা
  • الإِيـمان

    ইমানের

    আল ইমান
  • اللهُـمِّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • لا

    করবেন না

    লা
  • تَحْـرِمْنـا

    বঞ্ছিত

    তাহ রিম না
  • أَجْـرَه

    তাঁর সোয়াব (হতে)

    ইজ্রা
  • وَلا

    এবং ফেলবেন না

    ওয়ালা
  • تُضِـلَّنا

    গোমরাহিতে

    তুদিল্লানা
  • بَعْـدَهُ

    তাঁর পরে

    বা দাহু

জানাজার দুআ


ID 301: When Angry
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
  • আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি

  • اَعُوْذُ

    আমি আশ্রয় চাচ্ছি

    আউজু
  • بِاللهِ

    আল্লাহর কাছে

    বিল্লাহি
  • مِنَ

    থেকে

    মিন
  • الشَّيْطَانِ

    শয়তান

    আস্সায়তান
  • الرَّجِيْمِ

    বিতাড়িত

    আর রাজিম

কেউ যদি রেগে যায় আর এটা পড়ে তাহলে তার রাগ নেমে যাবে আবি দাউদ ৪৭৮১


Tags:

ID 302: Before Meal
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ
  • বিসমিল্লাহ

আল্লাহর নাম শুরু করছি

  • بِسْمِ

    (শুরু করছি) নামে

    বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহ

রাসূলুল্লাহ বলেছেন "তোমরা যখন খাওয়া শুরু করবে তখন বিসমিল্লাহ বলবে". তিরমিযী ১৮৫৮


Tags:

ID 303: After Meal
اَ لْحَمْدُ للهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَاناَ وَجَعَلَناَ مِنَ الْمُسْلِمِيْنَ
  • আলহামদু লিল লাহিল লাজি আত আমানা ওয়া সা কা না ওয়া যা আলনা মিনাল মুসলিমিন

সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন

  • اَلْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • للهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ
  • الَّذِىْ

    যিনি

    আল্লাজি
  • اَطْعَمَنَا

    আমাদেরকে খাদ্য দিয়েছেন

    আত আমানা
  • وَسَقَاناَ

    এবং পানাহার দিয়েছেন

    ওয়া সা কা না
  • وَجَعَلَناَ

    এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন

    ওয়া যা আল না
  • مِنَ

    মদ্ধে

    মিন
  • الْمُسْلِمِيْنَ

    মুসলমানদের

    আল মুসলিমিন

রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০


Tags:

ID 304: Entering Mosque
اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك
  • আল্লাহুম্ মাফ তাহলী অবওয়াবা রহমাতিকা

হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাটা খুলে দিন

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • افْتَـحْ

    খুলে দিন

    আফ্তাহ
  • لي

    আমার জন্য

    লি
  • أَبْوابَ

    দরজা

    আব ওয়া বা
  • رَحْمَتـِك

    আপনার রহমতের

    রহমাতিকা

মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 305: Exiting Mosque
اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك
  • আল্লাহুম্মা ইননি আস আলুকা মিন ফাদলিক

হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করছি।

  • اللّهُـمَّ

    ও আল্লাহ

    আল্লাহুম্মা
  • إِنّـي

    নিশ্চই

    ইন্নি
  • أَسْأَلُكَ

    আমি চাইছি

    আস আলুকা
  • مِـنْ

    থেকে

    মিন
  • فَضْـلِك

    ভালোত্ব

    ফাদলিক

মসজিদ থেকে বের হলে রাসূলুল্লাহ এই দুয়াটা পড়তে বলেছেন - ইবনে মাজাহ ৭৭৩


ID 306: Sneezing
الْحَمْدُ لِلَّهِ
  • আলহামদুলিল্লাহ

সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য

  • الْحَمْدُ

    সকল প্রশংসা এবং শুকরিয়া

    আলহামদু
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহ

হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫


Tags:

ID 307: Hearing Sneeze
يَرْحَمُكَ اللَّهُ
  • ইয়ার হামুকুল্লাহ

তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক

  • يَرْحَمُكَ

    তোমার উপর দয়া বর্ষণ হোক

    ইয়ার হামুকা
  • اللَّهُ

    আল্লাহর

    আল্লাহ

রাসূলুল্লাহ শিখিয়েছেন, কাউকে হাঁচি দিতে দিলে ইয়ার হামুকুল্লাহ বলার জন্য- ইবনে মাজাহ ৭৭৩


ID 308: Leaving Home
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلىَ اللهِ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ ط
  • বিমিল্লাহি তাওয়াক্কালতু আলাললাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা

আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই

  • بِسْمِ

    (শুরু করছি) নামে

    বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • تَوَكَّلْتُ

    বিশ্বাস স্থাপন করলাম

    তাওয়াক্কালতু
  • عَلىَ

    উপরে

    আলা
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلاَ

    এবং নেই কোনো

    ওয়ালা
  • حَوْلَ

    ক্ষমতা

    হাওলা
  • وَلاَ

    অথবা নেই কোনো

    ওয়া লা
  • قُوَّةَ

    শক্তি

    কু ওয়া টা
  • اِلاَّ

    ছাড়া

    ইল্লাহ
  • بِاللهِ

    আল্লাহ ছাড়া

    বিল্লাহ

বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬


Tags:

ID 309: Entering Home
بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا
  • বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বানা তাওয়াক্কালনা

আল্লাহর নামে প্রবেশ করি এবং আল্লাহর নামেই বের হই এবং আমাদের রবের উপরেই ভরশা করি

  • بِسْـمِ

    (শুরু করছি) নামে

    বিসমি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلَجْنـا

    আমরা প্রবেশ করি

    ওয়া লাজনা
  • وَبِسْـمِ

    এবং নামে

    ওয়া বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • خَـرَجْنـا

    করি

    খোরাজনা
  • وَعَلـى

    এবং উপরে

    ওয়া আলা
  • رَبِّنـا

    আমাদের রবের

    রাব্বানা
  • تَوَكّلْـنا

    ভরশা করি

    তাওয়াক্কালনা

রাসূলুল্লাহ বাসায় ঢুকার পূর্বে এই দুয়াটা পড়তে শিখিয়েছেন - আবি দাউদ ৫০৯৬


ID 310: Traveling
سُبْحَنَ الَّذِىْ سَخَّرَلَنَا هَذَا وَ مَا كُنَّا لَهُ مُقْرِنِيْنْ وَ اِنَّا اِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنْ
  • সুবহানাল্লাযী সাখখারলানা হাজা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা না মুন কালিবুন

সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র তিনি যিনি আমাদেরকে এর উপর নিয়ন্ত্রণ দিয়েছেন নাহলে আমরা এর উপর নিয়ন্ত্রণ পেতাম না এবং নিশ্চই আমরা আমাদের রবের দিকে ফিরে যাবো

  • سُبْحَنَ

    সর্বগুনান্নিত ত্রূটিহীন গৌরবময় পবিত্র

    সুবহানা
  • الَّذِىْ

    যিনি

    আল্লাযী
  • سَخَّرَلَنَا

    আমাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন

    সাক্ষার লানা
  • هَذَا

    এর উপর

    হাজা
  • وَ مَا كُنَّا

    নাহলে আমরা পেতাম না

    ওয়া মা কুন্না
  • لَهُ

    এর উপর

    লাহু
  • مُقْرِنِيْنْ

    নিয়ন্ত্রণ

    মুকরিনিন
  • وَ

    এবং

    ওয়া
  • اِنَّا

    নিশ্চই

    ইন্না
  • اِلَى

    দিকে

    ইলা
  • رَبِّنَا

    আমাদের রবের

    রব্বানা
  • لَمُنْقَلِبُوْنْ

    আমরা ফিরে যাবো

    লা মুন কালিবুন

রাসূলুল্লাহ উটে উঠে এই দুয়াটা করতেন - তিরমিযী ৩৪৪৭


Tags: