হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
হে আমাদের রব
দান কর
আমাদেরকে
সবর
ও দৃঢ় কর
আমাদের পদক্ষেপ
এবং আমাদেরকে সাহায্য কর
বিরুদ্ধে
জাতির
কাফির
কুরআন ২:২৫০ এই দুয়াটি হজরত দাউদ (আ) জালুতের সাথে লড়াইয়ের সময় করেছিলেন
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
হে আমাদের রব
না
আমাদেরকে পাকড়াও করো
যদি
আমরা ভুলে যাই
বা
আমরা ত্রুটি করে বসি
হে আমাদের রব
এবং না
চাপিয়ে দিও
আমাদের উপর
বোঝা
যেমন
তা তুমি চাপিয়ে দিয়েছিলে
উপর
(তাদের) যারা
থেকে
আমাদের পূর্বে ছিল
হে আমাদের রব
এবং না
আমাদের উপর চাপিয়ো
তা
নাই
শক্তি
আমাদের
যার
এবং মোচন করে দাও (ত্রুটি)
আমাদের থেকে
এবং ক্ষমা কর
আমাদেরকে
এবং আমাদের উপর রহম কর
তুমিই
আমাদের অভিভাবক
আমাদের সাহায্য কর তাই
বিরুদ্ধে
লোকদের
(যারা) কাফির
কুরআন ২ঃ২৮৬ সুরা বাকারার শেষ দুই আয়াতের দুয়া যা রাসুলুল্লাহ কে আল্লাহ মিরাজে দিয়েছিলেন
হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
হে আমাদের রব
না
বক্র করো
আমাদের অন্তরগুলো
এর পরে
যখন
আমাদের পথ প্রদর্শন করেছ
এবং দাও
আমাদেরকে
থেকে
তোমার নিকট
রহমত
তুমি নিশ্চয়
তুমিই
মহাদাতা
কুরআন ৩ঃ৮
পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
হে আমাদের রব
না
তুমি সৃষ্টি করেছ
এটা
অর্থহীন
তুমিই পবিত্র
অতঃপর আমাদেরকে বাঁচাও
শাস্তি (হতে)
আগুনের
কুরআন ৩ঃ১৯১
হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।
হে আমাদের রব
নিশ্চয় তুমি
যাকে
প্রবেশ করাও
আগুনে
তাহলে নিশ্চয়
তাকে তুমি অপমান করলে
এবং নাই
জালিমদের জন্য
কোন
সাহায্যকারী
কুরআন ৩ঃ১৯২
হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি।
হে আমাদের রব
আমরা নিশ্চয়
আমরা শুনেছি
একজন আহ্বানকারীকে
আহ্বান করতে
ঈমানের দিকে
(এ বলে) যে
তোমরা ঈমান আন
তোমাদের রবের প্রতি
ফলে আমরা ঈমান এনেছি
কুরআন ৩ঃ১৯৩
হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
হে আমাদের রব
অতএব মাফ কর
আমাদের জন্য
আমাদের অপরাধগুলোকে
ও দুর কর
আমাদের থেকে
আমাদের দোষত্রুটি
এবং আমাদের মৃত্যু দাও
সাথে
নেক লোকদের
কুরআন ৩ঃ১৯১
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।
হে আমাদের রব
আমাদেরকে দাও এবং
যা
আমাদেরকে তুমি ওয়াদা করেছ
নিকট
তোমার রাসূলদের
না এবং
আমাদেরকে অপমান করো
দিন
কিয়ামাতের
নিশ্চয় তুমি
না
খেলাফ কর
ওয়াদার
কুরআন ৩ঃ১৯৪
হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।
হে আমাদের রব
অন্যায় করেছি আমরা
আমাদের নিজেদের (উপর)
এবং যদি
না
ক্ষমা করো তুমি
আমাদেরকে
ও আমাদেরকে দয়া (না) করো
অবশ্যই আমরা হবো
অন্তর্ভুক্ত
ক্ষতিগ্রস্তদের
কুরআন ৭:২৩ হযরত আদম (আ) এর অনুশুচনার দুয়া
হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
হে আমাদের রব
না
আমাদের করো
সাথে
(ঐসব) সম্প্রদায়ের
(যারা) সীমালঙ্ঘনকারী
কুরআন ৭ঃ৪৭
হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে ছিল যথার্থ ফয়সালা। আপনিই শ্রেষ্টতম ফসলা ফয়সালাকারী।
হে আমাদের রব
মীমাংসা করে দাও
মাঝে আমাদের
ও মাঝে
জাতির আমাদের
ভাবে সঠিক
এবং তুমিই
উত্তম
মীমাংসাকারীদের
কুরআন ৭ঃ৮৯
হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।
হে আমার রব
তুমি ঢেলে দাও
উপর আমাদের
ধৈর্য
ও মৃত্যু দাও আমাদের
মুসলমান হিসেবে
কুরআন ৭ঃ১২৬
হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না।
হে আমাদের রব
না
বানিয়ো আমাদের
উৎপীড়নের পাত্র
জন্যে জাতির
(যারা)সীমালঙ্ঘনকারী
এবং রক্ষা করো আমাদেরকে
দ্বারা তোমার অনুগ্রহ
হতে
জাতি
(যারা) কাফির
কুরআন ১০ঃ৮৫
হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
হে আমাদের রব
নিশ্চয়ই তুমি
জানো
যা
আমরা গোপন করি
ও যা
আমরা প্রকাশ করি
এবং না
গোপন থাকে
কাছে
আল্লাহর
কোনো
কিছুই
মধ্যে
পৃথিবীর
আর না
মধ্যে
আকাশের
কুরআন ১৪ঃ৩৮
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।
হে আমাদের রব
আমাদের দাও
থেকে
তোমার পক্ষ
অনুগ্রহ
এবং ব্যবস্হা করে দাও
জন্যে আমাদের
থেকে
আমাদের কাজ
সুষ্ঠ ভাবে
কুরআন ১৮ঃ১০ আসহাব এ কাহ হাফ এর যুবকেরা যখন পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন তখন তারা এই দুয়াটি করেছিলেন
হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন। এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন। যাতে তারা আমার কথা বুঝতে পারে।
হে আমার রব
প্রশস্ত করো
আমার জন্যে
আমার বক্ষ
এবং সহজ করো
আমার জন্যে
আমার কাজ
এবং খুলে দাও
গিরা (জড়তা)
থেকে
আমার জিহবার
তারা বুঝে ( যেন )
আমার কথা
কুরআন ২০ঃ২৫ হযরত মুসা (আ) এর দুয়া যখন আল্লাহ তাঁকে ফিরাউনের সাথে গিয়ে কথা বলতে বললেন
হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
হে আমাদের রব
তুমি দাও
জন্যে আমাদের
থেকে
আমাদের স্ত্রীদেরকে
এবং আমাদের বংশধরদেরকে
শীতলতা (অর্থাৎ শান্তি)
চোখের
এবং আমাদেরকে বানাও
জন্যে মুত্তাকীদের
নেতা
কুরআন ২৫ঃ৭৪
হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।
(এখন তারা বলে) হে আমাদের রব
দূর করো
আমাদের থেকে
শাস্তি
নিশ্চয়ই আমরা
বিশ্বাসী হবো (ঈমান আনবো)
কুরআন ৪৪ঃ১২
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং আমাদের পূর্বে ঈমান আনয়নকারী ভাইদেরকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
হে আমাদের রব
ক্ষমা কর
আমাদের
ও আমাদের ভাই দেরকে
যারা
আমাদের পূর্বে
ঈমান আনয়নকারী
এবং না
রেখো
মধ্যে
আমদের অন্তর গুলোর
হিংসা বিদ্বেষ
যারাা (তাদের) জন্য
ইমান এনেছে
হে আমাাদের রব
তুমি নিশ্চয়
দয়ালু
মেহেরবান
কুরআন ৫৯ঃ১০
হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
হে আমাদের রব
তোমার উপর
আমরা ভরসা করেছি
ও তোমাার দিকে
আমরা অভিমুখী
ও তোমার কাছেই
প্রত্যাবর্তন স্থল
কুরআন ৬০ঃ ৪০ হযরত ইব্রাহিম (আ) এর অন্যতম দুয়া
হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।
হে আমাদের রব
পূর্ণ কর
জন্যে আমাদের
আমাদের নূর
ও মাফ কর
আমাদেরকে
তুমি নিশ্চয়
উপর
সব
কিছুর
ক্ষমতাবান
কুরআন ৬৬ঃ৮
হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
হে আমাদের রব
আমাদের দাও
মধ্যে
(এই) দুনিয়ায়
কল্যাণ
ও
আখেরাতেও
কল্যাণ
এবং আমাদের বাঁচাও
শাস্তি (হতে)
দোজখের আগুনের