"আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।"
আমি আশ্রয় চাচ্ছি
আল্লাহর কাছে
থেকে
শয়তান
বিতাড়িত
নামে
আল্লাহ (র)
পরম করুণাময়
অসীম দয়ালু
সকল প্রশংসা
আল্লাহ্(র)
রব
দুনিয়া সমূহের
পরম করুণাময়
অসীম দয়ালু
মালিক
দিনে (র)
প্রতিফল
কেবল আপনার
আমরা উপাসনা করি
এবং শুধু আপনার (কাছে)
আমরা সাহায্য চাই।
আমাদের পরিচালনা করুন
(সেই) পথে,
(যা) দৃঢ়, সোজা
(সেই) পথে
যারা
আপনি অনুগ্রহ করেছেন
তাদের প্রতি
না
(যারা আপনার) ক্রোধ অর্জন করেছে
তাদের (নিজেদের) উপর
এবং না (তাদেরও)
যারা পথভ্রষ্ট
কুরআন ১ঃ১ সুরা ফাতিহা হল কুরানের অন্নতম শ্রেষ্ঠতম দুয়া
সকল প্রশংসা এবং শুকরিয়া আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাদ্য এবং পানাহার দিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের মদ্ধে অন্তর্ভুক্ত করেছেন
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
যিনি
আমাদেরকে খাদ্য দিয়েছেন
এবং পানাহার দিয়েছেন
এবং আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন
মদ্ধে
মুসলমানদের
রাসূলুল্লাহ খাওয়া শেষে এই দুয়াটা পড়তেন আবি দাউদ ৩৮৫০
সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহর জন্য
সকল প্রশংসা এবং শুকরিয়া
আল্লাহর জন্য
হাঁচি দিলে রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন ইবনে মাজাহ ৩৭১৫