ID 308: Leaving Home
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلىَ اللهِ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ ط
  • বিমিল্লাহি তাওয়াক্কালতু আলাললাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা

আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করলাম এবং আল্লাহ ছাড়া নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই

  • بِسْمِ

    (শুরু করছি) নামে

    বিস্ মি
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • تَوَكَّلْتُ

    বিশ্বাস স্থাপন করলাম

    তাওয়াক্কালতু
  • عَلىَ

    উপরে

    আলা
  • اللهِ

    আল্লাহর

    আল্লাহি
  • وَلاَ

    এবং নেই কোনো

    ওয়ালা
  • حَوْلَ

    ক্ষমতা

    হাওলা
  • وَلاَ

    অথবা নেই কোনো

    ওয়া লা
  • قُوَّةَ

    শক্তি

    কু ওয়া টা
  • اِلاَّ

    ছাড়া

    ইল্লাহ
  • بِاللهِ

    আল্লাহ ছাড়া

    বিল্লাহ

বাসা থেকে বের হওয়ার সময় কেউ এই দুয়াটা পড়লে তাকে বলা হয়, তোমাকে নিরাপত্তা দেয়া হলো এবং শয়তান তার থেকে দূরে থাকবে তিরমিজি ৩৪২৬


Tags: