হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
হে আমাদের রব
না
বক্র করো
আমাদের অন্তরগুলো
এর পরে
যখন
আমাদের পথ প্রদর্শন করেছ
এবং দাও
আমাদেরকে
থেকে
তোমার নিকট
রহমত
তুমি নিশ্চয়
তুমিই
মহাদাতা
কুরআন ৩ঃ৮
পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
হে আমাদের রব
না
তুমি সৃষ্টি করেছ
এটা
অর্থহীন
তুমিই পবিত্র
অতঃপর আমাদেরকে বাঁচাও
শাস্তি (হতে)
আগুনের
কুরআন ৩ঃ১৯১