হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
হে আমাদের রব
না
আমাদেরকে পাকড়াও করো
যদি
আমরা ভুলে যাই
বা
আমরা ত্রুটি করে বসি
হে আমাদের রব
এবং না
চাপিয়ে দিও
আমাদের উপর
বোঝা
যেমন
তা তুমি চাপিয়ে দিয়েছিলে
উপর
(তাদের) যারা
থেকে
আমাদের পূর্বে ছিল
হে আমাদের রব
এবং না
আমাদের উপর চাপিয়ো
তা
নাই
শক্তি
আমাদের
যার
এবং মোচন করে দাও (ত্রুটি)
আমাদের থেকে
এবং ক্ষমা কর
আমাদেরকে
এবং আমাদের উপর রহম কর
তুমিই
আমাদের অভিভাবক
আমাদের সাহায্য কর তাই
বিরুদ্ধে
লোকদের
(যারা) কাফির
কুরআন ২ঃ২৮৬ সুরা বাকারার শেষ দুই আয়াতের দুয়া যা রাসুলুল্লাহ কে আল্লাহ মিরাজে দিয়েছিলেন
হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনিই আমাকে সৃষ্টি করেছেন, এবং আমি আপনার দাস, এবং আমি আপনারই প্রতিসস্রিতিতে আবধধ। যে সকল খারাপ কাজ আমি করেছি তা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর আপনার সকল অনুগ্রহ স্বীকার করছি এবং আমার গুনাহ সমূহও। আমাকে ক্ষমা করে দিন কারন আপনি ছাড়া কোন ক্ষমাকারি নেই
ও আল্লাহ
তুমি
আমার রব
না
(কোন) মাবুদ
ছাড়া
তুমি
(তুমি) আমায় সৃষ্টি করেছ
এবং আমি
আপনার দাস
এবং আমি
মদ্ধে
আপনার দাইত্তের
ও প্রতিস্রুতির
যা
আমি পারতাম
আমি আশ্রয় চাচ্ছি
আপনার কাছে
থেকে
খারাপ
যা
আমি করেছি
আমি স্বীকার করছি
আপনার কাাছে
আপনারই নিয়ামত সমুহ
আমার উপর
আর স্বীকার করছি
আমার গুনাহ শমুহ
অতএব ক্ষমা করে দিন
আমায়
কেননা নিশইচ
নেই (কেউ)
ক্ষমা করার
গুনাহ শমুহ
ছাড়া
আপনি
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম প্রার্থনা (সৈয়দ-উল-ইস্তেফফার) হল এই দুআ। তিনি আর বলেছেন যে কেউ এই দুয়াটা দৃঢ় বিশ্বাসের সাথে পরে এবং সেদিনই যদি মারা যায় তাহলে তিনি জান্নাতি হবেন। আল বুখারী বই ৮০ হাদীস ৩