হে আল্লাহ ক্ষমা করে দিন জীবিতদের’কে এবং মৃতদেরকে, এবং এখানে উপস্থিতিদেরকে এবং অনুপস্থিতিদেরকে এবং ছোটদেরকে এবং বড়দেরকে এবং পুরুষ দেরকে এবং মহিলাদের কে । হে আল্লাহ আমাদের জীবতেদের সবাইকে ইসলামে জিন্দা রাখুন এবং যাঁরা মৃত্যুরণ করবে তাদের ঈমানের উপর দৃঢ় রাখুন। হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না
হে আল্লাহ
ক্ষমা করে দাও
জিবিতদেরকে
এবং মৃতদেরকে
এবং এখানে উপস্থিতিদেরকে
এবং অনুপস্থিতিদেরকে
এবং ছোটদেরকে
এবং বড়দেরকে
এবং পুরুষদেরকে
এবং মহিলাদেরকে
হে আল্লাহ
যাদেরকেই
হায়াত দিয়েছ
আমাদের মধ্যে
তাদেরকে জিন্দা রাখো
উপরে
ইসলামের
আর যাকেই
তুমি নিয়ে যাবে
আমদের কাছ থেকে
তাঁকে নিয়ে যেও
সাথে
ইমানের
হে আল্লাহ
করবেন না
বঞ্ছিত
তাঁর সোয়াব (হতে)
এবং ফেলবেন না
গোমরাহিতে
তাঁর পরে
জানাজার দুআ