ID 31: Dua for Stress
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মসিবাতি ওয়া আখলিফালি খয়রান মিনহা

নিশ্চই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা উনার কাছেই ফিরে যাবো, হে আল্লাহ আমাকে এই মসিবতের প্রতিদান দাও এবং তা হতে উত্তম দ্বারা বদলা দাও

  • إِنَّا

    নিশ্চয়ই আমরা

    ইন্না
  • لِلَّهِ

    আল্লাহর জন্য

    লিল্লাহি
  • وَإِنَّا

    এবং নিশ্চই আমরা

    ওয়া ইন্না
  • إِلَيْهِ

    উনার কাছেই

    ইলাইহি
  • رَاجِعُونَ

    ফিরে যাবো

    রাজিউন
  • اللَّهُمَّ

    হে আল্লাহ

    আল্লাহুম্মা
  • أْجُرْنِي

    আমাকে প্রতিদান দাও

    আজিরনি
  • فِي

    ফি
  • مُصِيبَتِي

    এই মসিবতের

    মুসিবাতি
  • وَأَخْلِفْلِي

    এবং বদলা দাও

    ওয়া আখলিফালি
  • خَيْرًا

    উত্তম কিছু দ্বারা

    খয়রান
  • مِنْهَا

    তা হতে

    মিনহা

যখন আমার স্বামী হজরাত আবু সালামাহ মারা যান, তখন রাসূলুল্লাহ আমাকে এই দুয়াটা শিখিয়ে দেন. আমি পড়তাম আর ভাবতাম আমার স্বামী থেকে উত্তম কে হতে পারে। তখন হজরত আবু বকর আমাকে প্রস্তাব পাঠালালেন, আমি না করে দিলাম, তারপর হজরত উমার আমাকে প্রস্তাব পাঠালেন আমি তাও না করে দিলাম, পরে রাসূলুল্লাহ স্বয়ং যখন আমাকে প্রস্তাব পাঠালেন, আমি রাজি হলাম। সহি মুসলিম ৯১৮b